পশ্চিম রুপসা ২নং ওয়ার্ডে বার্ষিক ওয়াজ ও মাহফিল আগামিকাল

নিজস্ব প্রতিবেদক:
আজ চাঁদপুরের ফরিদগঞ্জের ১৫নং উত্তর রুপসা ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুব সমাজ,এলাকাবাসীর উদ্যোগে ও পশ্চিম রুপসা জান্নাতুল মাওয়া জামে মসজিদ কমিটির আয়োজনে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন ,ওয়াজ , দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জান্নাতুল মাওয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে আজ (১৬ ফেব্রুয়ারি) রবিবার বিকাল ৩টায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মোফাচ্ছেরে কুরআন পরিষদ,বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ইসলামী আলোচক ও ভাষ্যকার হযরত মাও: নেয়ামত উল্যাহ আমিনি।
রুপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাও: আবুল খায়ের আব্দুলাহর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কচুয়া আল ইকরা কেরামতীয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক হযরত মাও: হাফেজ আবু হানিফ আনোয়ারী।
গাব্দেরগাঁও ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মো: মামুনুর রশিদের পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও:ইউনুছ সাহেব,পশ্চিম রুপসা জান্নাতুল মাওয়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মোশারফ হোসাইন সাহেব।
উক্ত মাহফিলে আরো বহু ওলামায়ে কেরামগণ তাশরীফ আনিবেন। মাহফিলে ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আসার অনুরোধ জানিয়েছেন ২নং ওয়ার্ডের যুব সমাজ, পশ্চিম রুপসা জান্নাতুল মাওয়া জামে মসজিদ কমিটির সদস্যরা।
109 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
