amin

প্রিয় বলে ডাকি যদি : এইচ আমীম

প্রিয় বলে ডাকি যদি
লিখেছেন : এইচ আমীম

___
তোমার কাছে একটি চাওয়া
হৃদয় গভীর থেকে,
প্রিয় বলে ডাকি যদি
যেওনামায় রেখে।
.
তুমি আমার জীবন মরণ
বসে হৃদয় রথে,
রহম করে চালাও চলাও
সততার-ই পথে।
.
তোমায় মানি খালিক মালিক
তাইতো চাওয়া তরে,
হাশর মিজান পুলসিরাতে
দিও ক্ষমা করে।
.
পাপের বোঝা মোচন করে
হিসাব নামক খাতে,
তোমার সাথে রেখো আমায়
জান্নাতীদের সাথে।

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার :

চাঁদপুর রিপোর্ট : এমআরআর

238 জন পড়েছেন
শেয়ার করুন