chandpur logo

বিশ্ব ভালোবাসা দিবসে চাঁদপুরে বিএনপির মিলনমেলা

চাঁদপুর রিপোর্ট ডেস্ক :

বিশ্ব ভালোবাসা দিবসে চাঁদপুরে বিএনপির মিলনমেলাবিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাসভবন প্রাঙ্গণ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির মিলনমেলা হতে যাচ্ছে।

সহস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে এই মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাস ভবন প্রাঙ্গণে।

দিনব্যাপী এ মিলনমেলায় নেতা-কর্মীদের উপস্থিতি থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।

এই মিলনমেলায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও জেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দকেও আমন্ত্রণ করা হয়েছে বলে জানা গেছে। বিশ্ব ভালোবাসা দিবসে বিএনপির হাজীগঞ্জ-শাহরাস্তি দুই উপজেলার চার ইউনিটের কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।

জানতে চাইলে দুই উপজেলা বিএনপির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, বিএনপি নেতা-কর্মীদের ভালোবাসা দিবসে প্রাণচাঞ্চল্য ফেরাতে মিলনমেলার আয়োজন করা হয়।

এখানে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 

প্রকাশিত :১৩ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার :

চাঁদপুর রিপোর্ট : এস এস

 93 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন