ভালোবাসার গল্প লিখে ৫০০০ টাকা ও সম্মাননার সুযোগ

চাঁদপুর রিপোর্ট ডেস্ক :
ভালোবাসার মৌসুম উদযাপনকে আরও উপভোগ্য করে তুলতে গল্প লেখার প্রতিযোগিতা ‘আমার ভালোবাসা-২০২০’ চালু করেছে চাঁদপুর রিপোর্ট ডট কম।

সম্প্রতি প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।
প্রতিযোগীরা নিজেদের ভালোবাসার গল্প লিখে জমা দেওয়ার মাধ্যমে জিতে নিতে পারবেন আকর্ষণীয় উপহার জেতার অনন্য সুযোগ। অংশগ্রহণকারীরা চাঁদপুর রিপোর্ট (www.chandpurreport.com) ভিজিট করে অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ গল্প পাঠাতে পারেন। গল্পের ভাষা বাংলা হতে হবে। শব্দ সংখ্যা ২৫০০ এর মধ্যে হতে হবে। গল্প হতে হবে সম্পূর্ণ মৌলিক।
প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২০ খ্রি.।
সংগৃহীত গল্পগুলো থেকে সেরা পাঁচটি গল্প বিজয়ী হিসেবে নির্বাচিত হবে। প্রথম পুরস্কার ৫০০০ টাকা। ২য় থেকে ৫ম পুরস্কার সম্মাননা ক্রেস্ট।
আগামী ৩০ মার্চ চাঁদপুর রিপোর্ট ডট কম এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।
ভালোবাসার গল্প পাঠানোর ই-মেইল : chandpurreports@gmail.com
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার :
চাঁদপুর রিপোর্ট : এমআরআর
182 সর্বমোট পড়েছেন, 2 আজ পড়েছেন
