noakhali

এবার নোয়াখালীতে ইউএনওর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি নোয়াখালী

নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব আলমের অপসারণের দাবিতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করছেন।

সোমবার সকাল ১০টা থেকে তারা উপজেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন। নেতাকর্মীরা ওই ইউএনওর বিরুদ্ধে অভিযোগ এনে তার অফিস লক্ষ্য করে জুতা ও পাথর নিক্ষেপ করছেন।

জানা গেছে, ছয় মাস আগেই বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মাহাবুব আলম। এরপর থেকেই তার বিরুদ্ধে দুর্নীতি ও নানান অনিয়মের অভিযোগ ওঠে।

gif maker

এরআগে কুড়িগ্রামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মধ্যরাতে কারাদণ্ড দেয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের বিরুদ্ধে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। পরে রোববার তাকে প্রত্যাহার করা হয়।

 39 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন