Suicide logo

পেট ব্যাথার যন্ত্রণায় ভোলায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

 

ভোলা প্রতিনিধি  :
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পেট ব্যাথার যন্ত্রণায় এক কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

সোমবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত শান্তা (১২) ইলিশা ৬নং ওয়ার্ডের কাজল হাজীর মেয়ে এবং স্থানীয় মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার জানান, দীর্ঘদিন ধরেই শান্তার পেট ব্যাথা হচ্ছে মাঝেমধ্যে এই ব্যাথার যন্ত্রণায় শান্তা খুব অতিষ্ঠ হয়ে যেতো আর সেই ব্যাথার যন্ত্রণায়ই শান্তা তার নিজকক্ষে আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় মহিলা মেম্বারের স্বামী সাঈদ আলী জমাদার বলেন, আমি শুনেছি পেট ব্যাথার যন্ত্রণায় গলায় ফাঁস দিয়েছে।

http://picasion.com/

ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাসান মিয়া বলেন, আমিও শুনেছি যে ব্যাথার যন্ত্রণায় আত্মহত্যা করেছে।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনা শুনে ইলিশা ফাঁড়ির এ এসআই আবুল কালাম ঘটনাস্থলে পাঠিয়েছেন। তবে ওসি মিটিংয়ে থাকায় বিস্তারিত বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 38 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন