Chandpur report 2

মতলব উত্তরে নবুরকান্দি নদী কচুরীপানা-আবর্জনা: দুষিত পরিবেশে মশা-মাছির উপদ্রব

গোলাম নবী খোকন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর থেকে সুজাতপুর পর্যন্ত দুটি ইউনিয়ন ঘেসা ফতেপুর পশ্চিম ও ফতেপুর পূর্ব ইউনিয়ন। নদীতে ঠাঁসা কচুরিপানা ও বিভিন্ন লতাপাতায় ভরপুর নদী।
নদীতে ঠাসা কচুরি হওয়ায় মানুষ কচুরী পানার উপর হেটে হেটে গরুর -গো-খাদ্য কাটছে।
বেশী কচুরী থাকার কারনে মশা, মাছির উপদ্রব, বিষাক্ত পোকামাকড় তো আছেই এমনকি নদীতে জঙ্গল ও কচুরিপানা পচে গলে পানি দূষিত হয়ে গেছে।
পানি দূষিত হওয়ায় নদীতে বিভিন্ন প্রজাতির মাছ মরে পচে গলে বিনষ্ট হচ্ছে। নদীর পানি দূষিত হয়ে রান্না বান্না, গোসলের অনুপযোগী হয়ে পরছে।
এ নদী পরিস্কার থাকলে মাছে পানিতে সমান সমান থাকবে বলে জানান ফতেপুর গ্রামের নাছির উদ্দিন,আওয়ামিলীগ নেতা ইসমাইল হোসেন দেওয়ান, গোয়াল ভাওর গ্রামের গোলাম মোস্তফা, দেওয়ান আব্দুল ওহাব সহ অনেক মৎস্য জীবি ও মাছ চাষীরা।
মাছ চাষী ও এলাকা বাসীর দাবী এ নদী পরিস্কার রাখা হলে মাছ চাষের উপযোগী হবে, হাজার হাজার হত দরিদ্র মানুষ মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করবে। এ নদী লীজ নিয়ে মাছ চাষীরা মাছ উৎপাদন করে লাভবান হবে এবং সরকার পাবে রাজস্ব। এলাকার পরিবেশ থাকবে সুন্দর।
254 জন পড়েছেন
শেয়ার করুন