meghna bank 1

মেঘনা ব্যাংক লি. রামপুর বাজার শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন

 

স্বপ্নীল সিদ্দিকী, স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর বাজার গাউছিয়া টাওয়ারের ২য়তলায় অবস্থিত মেঘনা ব্যাংক লি. রামপুর বাজার শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ১৮ মার্চ ২০২০ খ্রি. সকাল দশটায় রামপুর বাজারে র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর মেঘনা ব্যাংক কার্যালয়ে বঙ্গবন্ধুর শতবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে সবাইকে খাইয়ে দেন মেঘনা ব্যাংক কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া টাওয়ারের স্বত্ত্বাধিকারী ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম মানিক।

উপস্থিত ছিলেন ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান, প্রিন্সিপাল অফিসার ও ডেপুটি ম্যানেজার মো. আতিকুর রহমান, প্রিয় সময় অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান রানা, ৪নং কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহজালাল, মেঘনা লাইফ ইন্সুরেন্সের রামপুর বাজার শাখা ব্যবস্থাপক জাকির হোসাইন, সিদীপ রামপুর বাজার শাখার ম্যানেজার আবদুল হামিদ প্রমুখ।

meghna bank 2 এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের এসিস্টেন্ট অফিসার মাহবুবুল আলম, আবদুল্লাহ আল মামুন, মো. মহিউদ্দিন সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ।

243 জন পড়েছেন
শেয়ার করুন