chandpur sadar hospital

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে দুজন

 

বিশেষ প্রতিবেদক :

চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮ বছরের এক কিশোরী রয়েছেন। অন্যজনও পুরুষ, তার বয়স ৪৬ বছর।

বুধবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদৌলা রুবেল জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়ায় রোগীর স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে আসেন।

/
তাদের মধ্যে কিশোরীর বাড়ি চাঁদপুর সদরে এবং অন্যজন হাজীগঞ্জের বাসিন্দা।

ডা. রুবেল আরও জানান, ভর্তির পর তাদের দুজনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। একই সঙ্গে শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, পৃথকভাবে চাঁদপুর থেকে ১৭ জনের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়। তাতে নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

322 জন পড়েছেন
শেয়ার করুন