atikur

ছেংগারচর পৌরসভায় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান

 

সফিকুল ইসলাম রানা :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমিকদের মাঝে ব্যক্তিগত তহবিল খাদ্য সহায়তা প্রদান করেন পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান।

ছেংগারচর পৌরসভার ৯নং ওয়ার্ড রোস্তম মার্কেট ঈদগাহ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ছেংগারচর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার।

gif makerএ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান।

উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী’সহ স্থানীয় নেতৃবৃন্দ।

145 জন পড়েছেন
শেয়ার করুন