মতলব উত্তরে করোনার উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু, ৫টি বাড়ি লকডাউন
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে করোনার উপসর্গ (জ্বর, বমি, পাতলা পায়খানা) নিয়ে এক বৃদ্ধা (৫৫) মারা গেছেন। শুক্রবার রাতে তিনি মারা যান।
এ ঘটনার পর আজ শনিবার সকাল থেকে মহিলার বাড়িসহ আশপাশের ৫টি বাড়িতে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বিকেলে তাকে প্রশাসনের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে।
মারা যাওয়া নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে করোনা টেস্টের জন্য। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ওই মহিলা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েতেন। তিনি গত দু’দিন আগে নারায়নগঞ্জ থেকে মতলব উত্তরে আসেন।
64 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন