kachua 1

সামাজিক দূরত্ব বজায় রেখে কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ

ওমর ফারুক সাইম, কচুয়া প্রতিনিধি :

কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের সমাজ কল্যান সম্পাদক প্রবাসী কামাল হোসেনের অর্থায়ানে আজ ৯ এপ্রিল মনোহরপুর পশ্চিম পাড়া (ধলির পাড়) মসজিদ প্রাঙ্গনে করোনা ভাইরাসে করনীয়।

সরকারের উন্নত পদক্ষেপ শীর্ষক বিষয়ে ব্যতিক্রমী আলোচনা ও ত্রান বিতরন করা হয়েছে । স্বল্প সময়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ অনুষ্ঠান সম্পন্ন হয় ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়ালী উল্লাহ অলি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি একাত্তর টেলিভিশন এর কচুয়া প্রতিনিধি রাকিবুল হাসান রাকিব ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিব উল্লাহ হাবিব, ব্যবস্থাপনা সম্পাদক ও কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও স্থানীয় মেম্বার জাকির সরকার প্রমুখ ।

শেষে ১২০ জনের মাঝে চাল ডাল,আলু, ছনা বুট, মশারীর ডাল, তৈল বিতরণ করা হয় ।

http://picasion.com/

92 জন পড়েছেন
শেয়ার করুন