haimchor jor

হাইমচরে ঝড়ে গাছপালাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 

হাইমচর প্রতিনিধি :
হাইমচর উপজেলায় হঠাৎ ঝড়ে গাছ, বিদ্যুৎ তার, ঘর ও ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলে আকষ্মিক ঝড়ের তান্ডব চলে।

ঝড়ে উপজেলা উত্তর আলগী ইউনিয়নের নয়ানী লক্ষীপুর, ভিঙ্গুলিয়া, মহজমপুর, আলগী দক্ষিণ ইউনিয়নে পূর্ব চরকৃষ্ণপুরসহ বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার সংবাদ পাওয়া গেছে। ঝড়ের ফলে আম গাছ এর আমসহ পান ও অন্যান্য ফসল নষ্ট হয়েছে।

পূর্ব চরকৃষ্ণপুর এলাকায় আহসান উল্লাহ খা এর জরাজীর্ণ ঘরসহ উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ঘর-বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঝড়ে বাতাসের তীব্রতা থাকায় বংলাবাজার সংলগ্ন গাজীরবাজার সড়ক গাছ উপড়ে রায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বর্তমানে উপজলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

 140 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন