hazi

হাজীগঞ্জে ঝড়ে লন্ডভন্ড ঘর-বাড়ি, সড়কে গাছপালা ও দোকানপাট

হাজীগঞ্জ প্রতিনিধি :

হাজীগঞ্জে হঠাৎ ঝড় তুফানে গাছপালা, বসতঘর, দোকানপাট লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে হঠাৎ করে আকাশ কালো হয়ে ব্যাপক ঝড় বাতাস শুরু হয়।

ঝড়ে দরিদ্র মানুষের বসতঘর ও দোকানপাটের বেড়া, টিনের চাল একস্থান থেকে অন্য স্থানে উড়ে চলে যায়। সেই সাথে গাছের ডালপালা ভেঙ্গে বাড়ির পথে, রাস্তাঘাট পড়ে থাকার খবর পাওয়া যায়।

gif maker

এদিকে ঝড়-বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হওয়ায় আবাদী ফসলের অনেক ক্ষতি হয়েছে।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলাজুড়ে এই ঝড়ো বৃষ্টিপাত হয়েছে। এতে হাজীগঞ্জের বিভিন্ন সড়কের উপর গাছের ডাল ও দোকানের চাল, বেড়া ভেঙ্গে পড়ে রয়েছে। যা পরবর্তীতে স্থানীয়রা অপসারণ করেছে।

এদিকে বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের ফলে সচেতনমহল বসতঘরে আটকে থাকলেও প্রচন্ড ঝড়ে এদের অনেকের বসতঘর ক্ষয়ক্ষতি হয়েছে।

145 জন পড়েছেন
শেয়ার করুন