অশনি সংকেত

অশনি সংকেত
মিজানুর রহমান রানা :
শাব্দিক প্রেম আর রূপক জীবন
অতলের দুটি বিচিত্র দর্শন
বাহুরূপা এক বিনিদ্র রজনী অত্যয়
অনায়াসে বহুচঞ্চল দূর প্রবাসে।

কবিরা শব্দ টুকে মন নিংড়ে
প্রতারকেরা এনসাইক্লোপেডিয়া বক্ষে হাতায়
বিচিত্র সব মামুলী ব্যাপার।
কুউউ..
কালোপেঁচা কক্ষে আজীবন সীমাবদ্ধ আর
রণেভঙ্গ কাপুরুষ
মরে বার বার এক জীবনে।
25 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
