chandpurreport 151

করোনা পজেটিভ : ৪নং কালচো দ. ইউনিয়নে বাড়ি ও দোকান লকডাউন

 

সাখাওয়াত হোসেন সুমন, স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচো দ. ইউনিয়নে রামপুর গ্রামের বড় বাড়িতে একজনে করোনা পজেটিভ হওয়ায় ওই বাড়ি ও আক্রান্ত ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে।

আজ ২০ জুন ২০২০ খ্রি. (শনিবার) ৩টার সময় ৪নং কালচো দ. ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার নির্দেশে করোনা আক্রান্ত বিদেশ সাহার বাড়ি ও দোকান লকডাউন করে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম মানিকসহ ইউনিয়নের দু’জন মেম্বার।

জানা যায়, বিদেশ সাহা গত ক’দিন যাবত জ্বর, কাশি উপসর্গ নিয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন। আজ তার করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট আসায় তার বাড়ি ও রামপুর বাজারে অবস্থিত দোকান লকডাউন করে দেওয়া হয়।

 35 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন