chandpur report 175

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে বদলী

চাঁদপুর রিপোর্ট ডেস্ক :

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত এসপি) মো. মিজানুর রহমানকে পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। তাঁর বদলীকৃত কর্মস্থল পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ ইউনিট, ময়মনসিংহ জোন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বৃহস্পতিবার (১৮ জুন) এ বদলির আদেশ জারি করে। একই বদলি আদেশে বিসিএস (পুলিশ) ক্যাডারের ‘পুলিশ সুপার’ পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তা বদলি করেছে সরকার।

বদলিকৃতদের বেশিরভাগকে জেলার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, নৌ-পুলিশ, বিশেষ শাখা (এসবি), মহানগরের উপ-কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন।

উল্লেখ্য, মো. মিজানুর রহমান ২০১৭ সালের ১৭ জুলাই চাঁদপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাঁদপুরে কর্মরত অবস্থায় তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন।

 23 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন