মৈশাদিতে করোনার উপসর্গে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

হাছান খান মিসু, বাবুরহাট প্রতিনিধি :
মৈশাদিতে করোনার উপসর্গ নিয়ে লাভলী আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গত বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল করোনার আইসোলেশন ওয়ার্ডে তিনি ইন্তেকাল করেন।

গত বুধবার রাতে তার শারিরিক অবস্থার অবস্থার অবনতি হলে তাকে রাত সাড়ে ১১টায় হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তার করোনার উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর ঘন্টা পর সে ইন্তেকাল করেন। পরবর্তিতে তার নমুনা সংগ্রহ করা হয় ও বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ্উত্ত মৈশাদী গ্রামের বেপারী বাড়ী।
এদিকে গত ৯ জুন মঙ্গলবার বেপারী বাড়ির পাশের বাড়ির বকাউল বাড়িতে টেলু বকাউল নামে একজন করোনার উপসর্গে মারা যাওয়ার পর তার রিপোর্ট পজিটিভ আসে। তবে ঐ বাড়িটি এখনও লক ডাউন করা হয়নি বলে জানা যায়।
24 সর্বমোট পড়েছেন, 2 আজ পড়েছেন
