শেরপুরে পলাশিয়া জুনিয়র ফুটবল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল ম্যাচ বিজয়ী মধ্য পলাশিয়া স্পোর্টিংক্লাব

শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলা গাজীর খামার ইউনিয়ন পলাশিয়ার একদল তরুণদের সহযোগিতায় পলাশিয়া জুনিয়র ফুটবল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ২৭ জুন শনিবার বিকাল ৪টায় স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল ম্যাচে ০০ গোলে রার্নাস আপ হয় দক্ষিণ পলাশিয়া স্পোর্টিং ক্লাব।
বিজয়ী হয় ০১ গোলে পলাশিয়া জুনিয়র স্পোর্টিং ফুটবল ক্লাব। ফাইনাল ম্যাচের সভাপতিত্ব করেন মোঃ ফারুক আহমেদ (পিচ্চি ফারুক), সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এম, এ, করিম সহকারী শিক্ষক বানিবাইদ এ, এ, এম, পি উচ্চ বিদ্যালয় , শ্রীবরদি, শেরপুর।
ম্যাচে নির্বাহী রেফারি হিসেবে ছিলেন ইন্জিনিয়ার মোঃ হারুনুর রসিদ, রেফারি হিসেবে ছিলেন সাইদ আনোয়ার, খেলা পরিচালনা আনোয়ার, সহযোগিতায় সুগুর, জরিপ, শাকিল, জসিম, উজ্জ্বল, ওয়াসিম, স্বপন, রুপচান, আমিরহামজা, শোয়েব, আরিফ, তারেক, তাজেল, জাকির সহ এক ঝাঁক তরুণ যুবক। খেলায় উপস্থিত ছিলেন আঃ আওয়াদুদ দুদু মেম্বার, শাহআলম, ইউনুস, শাহআলম সহ আরও অনেক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলোয়াড় রাসেল, ফিরুজ, গোলাপ, জনি, জুয়েল, বাপ্পি, জুবাইদুল, সুমন, সুজন, নাজমুল সহ আরও অনেকে।
এসময় নির্বাহী রেফারি জানান, আমরা অবসরে বিনোদনের জন্যই এ খেলার আয়োজন করে থাকি, করব ইনশাআল্লাহ ।
24 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
