শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ বিজয়ী অবিবাহিত একাদশ
শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলা গাজীর খামার ইউনিয়ন পলাশিয়ার তরুণ বিবাহিত অবিবাহিত সম্বনয়ে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ২৬ জুন শুক্রবার বিকাল ৪ টায় শেরপুর গাজির খামার পলাশিয়ার মাঠে।
খেলা পরিচালনা করেন পলাশিয়া এক ঝাঁক তরুণ যুবক। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযয়ত আলী মাস্টার, ছামেদুল, আলমাছ, আঃজলিল ভান্ডারী, সুগুর মামুদ, আঃ আওয়াদুদ দুদু মেম্বার, হানিফ মিয়া, মেজর, আলম মিয়া, দুলাল, পরিচালনায় ছিলেন আনোয়ার, ওয়াসিম।
খেলোয়াড় ফারুক (পিচ্চি ফারুক) , রুবেল, মানিক, হারুন, ফারুক, স্বপন, সুগুর, জরিপ, রবিন, উজ্জল, রুপচান, সুহাগ, ফিরুজ, জাকিদুল সহ আরও অনেক তরুণ বিবাহিত অবিবাহিত যুবক উক্ত খেলায় অংশগ্রহণ করেন । রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন আকরাম, সাইদ।
এসময় খেলোয়াড়দের কাছে জানতে চাইলে, তরুন খেলোয়াড় সমাজ সেবক মোঃ হারুন অর রসিদ জানান, আমরা অবসরে বিনোদনের জন্যই এ খেলার আয়োজন করছি।
94 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন