chandpur report 229

সেই অটোচালক সজীবকে পুরস্কার দিলেন শিল্পপতি এমএ হান্নান

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর শহরে অটোরিকশায় ভুল করে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা ফেলে যাওয়ার পর চালক সজীব তা পুলিশের কাছে হস্তান্তর করেন। এতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাকে নানাভাবে পুরস্কৃত করেছে।

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও শিল্পপতি এমএ হান্নান সততার স্বীকৃতি হিসেবে সজীবকে ২৫ হাজার টাকা প্রদান করেন।

রোববার দুপুরে শহরের টেকনো হান্নান কমপ্লেক্সে সজীবের হাতে মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট মুরাদ হোসেন চৌধুরী নগদ এ অর্থ তুলে দেন।

এ সময় জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন, চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি মির্জা জাকিরসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 55 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন