হাজীগঞ্জে বেপরোয়া গতিতে মোটরসাইকেল : ঝরে গেল স্কুুল ছাত্রের প্রাণ

হাজীগঞ্জ প্রতিনিধি :
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় ঝরে গেল স্কুুল ছাত্র তামজিদ হোসেন শিহাবের (১৬) প্রাণ। রোববার বিকেলে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর শিহাব হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ওই গ্রামের মুন্সী বাড়ির মো. সেলিমের ছেলে।
জানা গেছে, দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামে দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিহাব। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
27 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
