094334KU khulna university

অনলাইন ক্লাসে যুক্ত করতে শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ

অনলাইন ক্লাসে যুক্ত করতে অস্বচ্ছল শিক্ষার্থীদের বিনা সুদে শিক্ষা ঋণ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ৪০৬ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্স এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন ও কম মূল্যে ইন্টারনেট সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অব্যাহত রয়েছে। এ ছাড়া দেশব্যাপী ভালো নেটওয়ার্ক রয়েছে—এমন একটি মোবাইল অপারেটর কম্পানির সঙ্গে স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ল্যাপটপ কেনার জন্য ২৫ কিস্তিতে পরিশোধের শর্তে ৫০ হাজার টাকা করে ঋণ দেওয়া হচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করা শিক্ষার্থীদের ঘরে বসে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার।

82 জন পড়েছেন
শেয়ার করুন