চাঁদপুর ও হাজীগঞ্জে আরো দু’জনের দেহে করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর ও হাজীগঞ্জে আরো দু’জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৮৯জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৬৬জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার বিকেলে ৩টি রিপোর্ট আসে । এর মধ্যে ২টি পজেটিভ। ১টি নেগেটিভ।

জেলায় ১১৮৯জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৪৭২জন, মতলব দক্ষিণে ১৩৮জন, শাহরাস্তিতে ১২৫জন, হাজীগঞ্জে ১১৫জন, ফরিদগঞ্জে ১২৯জন, হাইমচরে ৮৬জন, কচুয়ায় ৫০জন এবং মতলব উত্তরে ৭৪জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৫জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৫জন , মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।

 88 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন