মতলব দক্ষিণে জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
ইমরান নাজির:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের জন্য এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
গতকাল ১৯ জুলাই রবিবার দুপুরে মতলব সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, সরকার আপনাদের উন্নতমানের এই সেলাই মেশিনগুলো বিনামূল্যে বিতরণ করছে। বছরের যে সময়ে আপনারা নদীতে মাছ ধরতে পারেন না, সেই সময়ে এর মাধ্যমে বিকল্প কর্মসংস্থান হবে। কেউ এই সেলাই মেশিন অন্যত্র বিক্রি করবেন না, এটা দিয়ে সংসারের ভাগ্য উন্নয়নের চেষ্টা করবেন।
সেলাই মেশিন বিতরণকালে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুবিন সুজন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম নুরু, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আ’লীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, ইকবাল হোসেন পাটোয়ারী, হানিফ চৌধুরী, ফারুক আহম্মেদ বাদল, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আলেক, যুগ্ম আহবায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, পৌর কৃষকলীগের আহবায়ক গোলাম হায়দার মোল্লা, ছাত্রলীগ নেতা লিখন সরকার প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা বলেন, আজ (১৯ জুলাই) উপজেলার ৫ জন জেলের মাঝে সেলাই মেশিন দেওয়া হয়। পর্যায়ক্রমে পুরো উপজেলার ৫শ ৪০ জন জেলেকে এ সেলাই মেশিন দেয়া হবে। সেলাই মেশিনের সাথে আয়রন,সুতা, স্কেল, সিজার ও চক দেয়া হয়েছে।
সেলাই মেশিন বিতরণ শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বয়স্কভাতা, বিধবা ভাতা কার্ড প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
96 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন