শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর উপহার পেল ২শ’ ৫০ জন
মোঃ কামরুজ্জামান সেন্টু :
চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে খাদ্য সংকটে থাকা ২৫০ জন্য ব্যক্তিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে । মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১২টায় উপজেলা কমপ্লেক্সে এ উপহার তুলে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন শাহরাস্তি-হাজীগঞ্জের গণমানুষের নেতা, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
জানা যায়, মরনঘাতি কোভিড-১৯ সৃষ্ট সংকটে অর্থকষ্টে থাকা সর্বশেষ বাছাইয়ে বৈধ (বর্তমানে ভাতা স্থগিত) মুক্তিযোদ্ধা, করোনায় মৃতদের লাশ দাফনকারী সদস্য, বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও নন এমপিও শিক্ষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ উল্যাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জনাব শিরীন আক্তার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহআলম, বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান পাটওয়ারী, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ন কবীর, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
81 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন