chandpur report 365

হাজীগঞ্জে ব্যক্তি উদ্যাগে নদীর তীরবর্তী বানভাসীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:
হাজীগঞ্জে ব্যক্তি উদ্যাগে নদীর তীরবর্তী বন্যা কবলিত বানভাসীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা সালাউদ্দিন মোল্লা নিজ হাতে হাজীগঞ্জের ডাকাতিয়া নদীর তীরবর্তী ভানবাসী পরিবারের মাঝে সেমাই, চিনি, গুড়ো দুধ, ডাল, পেয়াজসহ ঈদ সামগ্রী বিতরণ করেন।

এদিকে বন্যা কবলিত ভানবাসী পরিবারের সদস্যরা জানান, আমাদের বসত ঘরে গত এক সপ্তাহের উপরে পানি উঠেছে অথচ সরকার কিংবা জনপ্রতিনিধিরা খবর নেয়নি।

ঈদের আগে সেমাই চিনিসহ ঈদ সামগ্রী পেয়ে আমরা খুশি এবং এই ভাইয়ের জন্য দোয়া ও কতৃজ্ঞতা প্রকাশ করছি।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডস্থ নিজস্ব বাসভবণ থেকে বর্ষার পানিতে ডুবে থাকা পরিবারের কষ্ট দেখে নিজ উদ্যাগে উক্ত ত্রাণ বিতরণের উদ্যাগ গ্রহণ করেছেন বলে জানান হিসাব রক্ষণ কর্মকর্তা সালাউদ্দিন মোল্লা।

এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি। এর আগে করোনা মহামারীতে এই কর্মকর্তা নিজস্ব উদ্যাগে নিজ হাতে গোপনে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বলে জানা যায়।

116 জন পড়েছেন
শেয়ার করুন