chandpur report logo

চাঁদপুরে আরো ৭জনের দেহে করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর আরো ৭জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০৭১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জনে।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪জন, ফরিদগঞ্জে ১জন ও শাহরাস্তিতে ২জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার ৬৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৭টি পজেটিভ। বাকিগুলো নেগেটিভ।
জেলায় ২০৭১জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৮২২জন, মতলব দক্ষিণে ২২৪জন, শাহরাস্তিতে ২০৩জন, হাজীগঞ্জে ১৯০জন, ফরিদগঞ্জে ২৪২জন, হাইমচরে ১৩৩জন, কচুয়ায় ৮০জন এবং মতলব উত্তরে ১৭৭জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭৬জনের মধ্যে চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।

 

প্রকাশিত : ২০ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ০৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ জ্বিলহজ্ব ১৪৪১ হিজরি, বৃহস্পতিবার

68 জন পড়েছেন
শেয়ার করুন