chandpurreport 243

বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক ইমাম হোসেন খানের স্মরণে ফরিদগঞ্জ প্রেসক্লবের স্মরণসভা

আনিছুর রহমান সুজন :

বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহা পরিচালক বিশিষ্ট সাংবাদিক, ফরিদগঞ্জ উপজেলা কৃতি সন্তান ইমাম হোসেন খানের ১ম মৃত্যৃবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাব শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে।

প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপত্বিতে এবং সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি, সময় টেলিভিশন ও কালেরকন্ঠ পত্রিকার চাঁদপুরের স্টাফ রিপোর্টার ফারুক আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সদস্য নাছির উদ্দীন পাঠান প্রমূখ।

এই সময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবলের জাতীয় দলের সাবেক অধিনায়ক রেজা করিম, তরুণ ব্যবসায়ী ও কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রসার গভারণিং বর্ডির সভাপতি সহিদুল ইসলাম পাঠানসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পরে ওয়াপদা জামে মসজিদের ইমাম মাওঃ জয়নাল আবেদীন মরহুম ইমাম হোসেন রূহের মাগফিরাতে বিশেষ মুনাজাত করেন।

 61 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন