chandpur report 422

মতলব উত্তরে ১৫ আগস্ট পালনকল্পে উপজেলা যুবলীগের বর্ধিত সভা

সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর প্রতিনিধি :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মো. শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, সহ-সভাপতি রিপন পাটোয়ারী, নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মুকুল, প্রচার সম্পাদক রেফায়েত উল্ল্যাহ দর্জি, সদস্য আশরাফুল আলম মিলন, অলিউল্ল্যাহ অলি, সাইফুল ইসলাম, কাজী হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. সেলিম মিয়া, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত জামান সরকার, ষাটনল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক টিটু সরকার, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন সরদার, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের মনির হোসেন ছৈয়াল, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভপতি ইলিয়াছ, সাধারণ সম্পাদক হাসনাত, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহান খান, সাধারণ সম্পাদক আরমান মুন্সি, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম স্বপন, গজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি টিটু মুন্সি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদের একান্ত সচিব এ্যাড. লিয়াকত আলী সুমন, আলমগীর হোসেন।
সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনকল্পে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির বলেন, ১৫ আগস্ট জাতির জন্য এক কলংকজনক অধ্যায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার একমাত্র যোগ্য উত্তরসূরী তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

তিনি দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে সবাইকে প্রধানমন্ত্রীর গৃহীত কর্মকান্ডে সহযোগিতার অনুরোধ জানান।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সারা দেশে যুবলীগ আজ ঐক্যবদ্ধ। তিনি শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো আন্দোলন-সংগ্রামে যুবলীগের নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকার আহŸান জানান।

বর্ধিত সভাশেষে যুবলীগের সকল নেতৃবৃন্দ চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 67 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন