chandpur report 419

মতলব দক্ষিণে আল-ইখলাস বন্ধু সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে মাস্ক বিতরণ

ইমরান নাজির, মতলব দক্ষিণ প্রতিনিধি :
মানুষকে সুস্থ্য ও নিরাপদ রাখতে ব্যতিক্রমী কাজ করছেন মতলব দক্ষিণ উপজেলার সেবাদানকারী সংগঠন “আল-ইখলাস বন্ধু সমাজ কল্যাণ সংগঠন”।
সমাজ সেবার পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সবাইকে রক্ষা এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে মাস্ক বিতরণ করেছেন সংগঠনটি।
আজ (০৪ আগস্ট) দুপুরে উপজেলার নারায়ণপুর বাজারে আসা শিশু থেকে শুরু করে বয়-বৃদ্ধ নারী ও পুরুষের বেশীরভাগের মুখে মাস্ক বিহীন অবস্থায় ঘুরাফেরা করায় সংগঠনটির উদ্যোগে তাদের মুখে মাস্ক পড়িয়ে দেন মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ।
এসময় ওসি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং বাধ্যতামুলক মাস্ক পড়ে বাসা বাড়ী থেকে বের হওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন, নিজে শতর্ক থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবার পরিজনকে সুস্থ রাখবেন।
এসময় সংগঠনের সভাপতি কামরুল হাওলাদার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকির, সহ-সভাপতি মাসুদ প্রধান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোজাম্মেল প্রধান হাসিব, কোষাধ্যক্ষ মাহবুব খন্দকারসহ বাজারের ব্যবসায়ী ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
91 জন পড়েছেন
শেয়ার করুন