কচুয়ায় তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন
চাঁদপুর রিপোর্ট ডেস্ক :
চাঁদপুরের কচুয়া উপজেলায় তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের হাতে নির্মমভাবে ছোট ভাই খুন হয়েছে। রোববার সকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াজি উল্লাহ (৪০)স্ত্রী জানায়, নিহতরা পাঁচ ভাইদের পরিবার মশলা বাটার জন্য একটি মাত্র পাটা ব্যবহার করে। ঘটনার দিন সকালে আগে-পরে মশলা বাটা কেন্দ্র করে ওয়াজি উল্লাহ ও তার ভাই বাবুলের পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ওয়াজি উল্লাহকে পুতা(পেষনি) দিয়ে মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলে মারা যায় । তিনি আরো জানান এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কচুয়া থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল জানান, ওয়াজি উল্লাহ খুন হওয়ার বিষয়ে এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করেনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, চাঁদপুর রিপোর্ট গুজব প্রচার করে না
২০ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০২ সফর ১৪৪২ হিজরি, রোববার
67 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন