শাহরাস্তি পৌরসভার মনোনয়ন নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যের কাছে প্রতিবন্ধী ঝুটন পালের আর্জি
নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোশাররফ হোসেন (মুশু) পাটোয়ারীকে দলীয় মনোনয়ন দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাহরাস্তি-হাজীগঞ্জের গণমানুষের নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপির প্রতি আরজ করেছেন দৃষ্টি প্রতিবন্ধী ঝুটন পাল (৩৫)৷
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ অনুরোধ জানান৷
পৌরসভার ৮নং ওয়ার্ডের ছিখুটিয়া গ্রামের মৃতঃ যোগ্যেশ্বর মজুমদারের পুত্র দৃষ্টি প্রতিবন্ধী ঝুটন পাল জানান, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন (মুশু) পাটোয়ারী একজন জনবান্ধন নেতা৷ মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’র সুদৃঢ় নেতৃত্বে এই এলাকায় ব্যপক উন্নয়ন হয়েছে৷ তাঁর সহায়তায় আমার মতো প্রতিবন্ধী ও এলাকার গরীব অসহায় জনগণ সরকারের সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছেন৷ মোশারফ পাটোয়ারী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তমের একজন কর্মী হিসেবে মেয়র থাকাকালীন সময়ে যোগ্যতার সাথে যে দায়িত্ব পালন করেছেন তাকে পুনরায় দলীয় মনোনয়ন দিয়ে এলাকার জনগণের জন্য কাজ করার সুযোগ দেয়ার আকুতি জানাচ্ছি৷
ঝুটন পাল মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি এলাকার সকল প্রতিবন্ধীদের পক্ষ হতে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা জানিয়েছেন৷
০৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ মুহররম ১৪৪২ হিজরি, শনিবার
62 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন