ফরিদগঞ্জে নেছার মাষ্টারের মাস্টার ভিলায় সন্ত্রাসী হামলার আশংকায় সাধারণ ডায়েরী

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ পৌর এলাকার ভাঁটিরগাও নেছার মাস্টারের মাস্টার ভিলায় জান- মালের ক্ষতির আশংকায় মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরী নতিভূক্ত করা হয়।

নেছার মাস্টার সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে কে বা কারা তার বসত বিল্ডিং এর দোতলার জানালায় ঢিল ছুঁড়ে গ্লাস ভাঙ্গিয়া ফেলেছে। তাছাড়া ইতিপূর্বে অজ্ঞাতনামা ব্যাক্তিরা একাধিক মোবাইল ফোন নাম্বার থেকে আমার স্ত্রীর মোবাইল ফোন নং – ০১৭৭০১০৯০৬১ তে ১৪টি নাম্বার থেকে বিরক্ত ও ভয়-ভীতি প্রদান করে আসছে।
এ বিষয়ে নেছার মাস্টার জানান, আমি অতিষ্ঠ হতে থানায় সাধারণ ডায়েরী করেছি। একাধীকবার আমার স্ত্রীর ফোনে বাজে কথা ও ভয়-ভীতির হুমকী দিয়ে আসছি। এরই মধ্যে মঙ্গলবার জানালার গ্লাস ভেঙ্গে জান-মালের ক্ষতির আশংকায় থানায় সাধারণ ডায়েরী করেছি। আমি আইন প্রয়োগকারী সংস্থার সদয় দৃষ্টি কামনা করছি।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
২৮ অক্টোবর ২০২০ খ্রি. ১২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বুধবার
42 সর্বমোট পড়েছেন, 3 আজ পড়েছেন
