chandpur report 922

স্কাউট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলো ফরিদগঞ্জের মশিউর রহমান

ফরিদগঞ্জ প্রতিনিধি :
মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপ চাঁদপুরর ফরিদগঞ্জ শাখার স্কাউট মশিউর রহমান মিথুন ২০১৯-২০ বছরর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মননা স্মারক গ্রহণ করবেন।

মশিউর রহমান মিথুন বর্তমানে ডেফোডিল ইউনিভার্সিটি এন্ড কলেজ চাঁদপুর শাখার একাদশ শ্রেণির ছাত্র। সে ২০১৯ সাল ফরিদগঞ্জ উপজলার রূপসা আহাম্মদিয়া উচ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সদস্য হিসেবে সে  ইতেপূর্বে ঈদসহ বিভিন্ন উৎসেবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে।

এছাড়া করোনাকালেও একই ভাবে মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দেয়ার জন্য কাজ করেছে।

তার পিতা ফরিদগঞ্জ  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন । মাতা মনোয়ারা বেগম গৃহিনী। সে তিন ভাইবোনর মধ্যে সকলের বড়। ভবিষ্যতে সে আরা মানুষের সেবা করার জন্য সকলের দোয়া প্রার্থী।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১৫ অক্টোবর ২০২০ খ্রি. ৩০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

 

 35 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন