chandpur report 1175

ছেংঙ্গারচরে ব্রিজের মাঝখানে ধস

গোলাম নবী খোকন, বিশেষ প্রতিনিধি :
মতলব উত্তরে ছেংঙ্গারচর বাজার হতে নতুন বাজার সড়কের পালালদ্দি নামক স্থানে তিন রাস্তার মোড়, একদিকে নতুন বাজার সড়ক, আরেক দিক পালালদ্দি সড়ক, অপর দিক ছেংঙ্গারচর বাজার সড়ক এই তিন রাস্তার মোড় সড়কের উপর ব্রীজের মাঝখানে ধস নেমেছে।

এতে যানবাহন চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সড়কে প্রচুর ছোট-বড় যানবাহন চলাচল করে। তা ছাড়া মালবাহী ট্রাকসহ অন্যান্য গাড়িও চলাচল করে।

জরুরি ভিত্তিতে ব্রিজটি নতুন করে নির্মাণকাজ করার জন্যে স্থানীয় এমপি চাঁদপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড, নুরুল আমিন রুহুল-এর দৃষ্টি আকর্ষণ করছেন ছেংঙ্গারচর বাজারের বয়বসায়ীবৃন্দসহ গাড়িচালকবৃন্দ।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০২:৪০ এএম

১২ নভেম্বর ২০২০ খ্রি. ২৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

131 জন পড়েছেন
শেয়ার করুন