chandpur report 554

তিন দিনের সফরে আসছেন চাঁদপুর-২-এর সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল

গোলাম নবী খোকন :

০৫/১১/২০২০ ইং বৃহস্পতিবারঃ
(ক) সকাল ১০ঃ০০ টায় মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আলোর সন্ধান ও দুর্গাপুর জনকল্যাণ সমিতির সদস্যদের সাথে আলোচনা সভা।
(খ) বিকাল ০৩ঃ০০ টায় ষাটনল ইউনিয়নের ষাটনল পর্যটন কেন্দ্র পরিদর্শন।
(গ) শরীফ উল্লাহ স্কুলে বন্যা আশ্রয়ন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন।

০৬/১১/২০২০ ইং শুক্রবারঃ
(ক) সকাল ১০ঃ০০ টায় নাউরী আদর্শ কলেজের গেইট নির্মানে মিলাদ ও দোয়া।
(খ) বিকাল ৩ঃ৩০ মিনিটে লুধুয়া স্কুল এন্ড কলেজের মসজিদের উদ্ধোধন ও আসর নামাজ আদায়।

০৭/১১/২০২০ ইং শনিবারঃ
(ক) সকাল ১০ঃ০০ টায় মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী।

176 জন পড়েছেন
শেয়ার করুন