chandpur report 554

তিন দিনের সফরে মতলবে নুরুল আমিন রুহুল এমপি

সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল তিনদিনের সফরে মতলব উত্তর উপজেলার আসছেন আজ বৃহস্পতিবার। তিনি এ ০৩ (তিন) দিন যে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

০৫.১১.২০২০ইং বৃহস্পতিবার : (ক) সকাল ১০.০০টায় মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আলোর সন্ধান ও দুর্গাপুর জনকল্যাণ সমিতির সদস্যদের সাথে আলোচনা সভা। (খ) বিকাল ০৩.০০ টায় ষাটনল ইউনিয়নের ষাটনল পর্যটন কেন্দ্র পরিদর্শন। (গ) শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজে বন্যা আশ্রয়ন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন।

০৬.১১.২০২০ইং শুক্রবার : (ক) সকাল ১০.০০ টায় নাউরী আদর্শ কলেজের গেইট নির্মানে মিলাদ ও দোয়া। (খ) বিকাল ৩.৩০ মিনিটে লুধুয়া স্কুল এন্ড কলেজের মসজিদের উদ্ধোধন ও আসর নামাজ আদায়।

০৭.১১.২০২০ইং শনিবার : (ক) সকাল ১০.০০ টায় মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালীতে অংশগ্রহণ করবেন।

সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল এর একান্ত সহকারী এ্যাডভোকেট লিয়াকত আলী সুমন সফরসূচি নিশ্চিত করেছেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

০৪ নভেম্বর ২০২০ খ্রি. ১৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বুধবার

101 জন পড়েছেন
শেয়ার করুন