chandpur report 924

মতলব দক্ষিণে অপ-সাংবাদিকতার সীমালঙ্ঘন করার অভিযোগ

মতলব দক্ষিণ প্রতিনিধি :

মতলবের অপ- সাংবাদিকতার সীমালঙ্গন হয়েছে এখনি লাগাম টানতে না পারলে প্রকৃত সংবাদকর্মীদের এ মহান পেশায় টিকে থাকা দূস্কর হয়ে পড়বে। যখন একটি দেশে সাংবাদিক হয়ে কোন সংবাদকর্মীকে তথ্য সংগ্রহে বাধা দেয় তখন অপ- সাংবাদিকতার প্রকট হয়েছে বুঝতে হবে।

গত ১ নভেম্বর দুপুরে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সামনে এমন একটি ঘটনার জন্ম দিয়েছেন সাংবাদিক পরিচয় দেয়া জাহাঙ্গীর আলম প্রধান নামে এক ব্যাক্তি।

তিনি দৈনিক মতলবের আলো ও অনলাইন ক্রাইম এ্যাকশন টুযেন্টিফোর প্রতিনিধি আব্দুল মান্নানকে তার স্বাধীন সাংবাদিকতায় বাধা প্রদান করেন।

আব্দুল মান্নান বলেন, বিষয়টি নজরে নিয়ে হস্তক্ষেপ কামনা করছি উপজেলা প্রশাসনসহ সাংবাদিক নেতাদের।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

০২ নভেম্বর ২০২০ খ্রি. ১৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার

51 জন পড়েছেন
শেয়ার করুন