chandpur report 552

সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জে ৩ জন নিহত

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটর সাইকেল-সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন রায়হান (১৭), জাহিদ হোসেন (২২) ও আল আমিন।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ফরিদগঞ্জে চাঁদপুর-লক্ষ্মী পুর সড়কের টিএন্ডটি এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ফরিদগঞ্জ ডিশ কর্মচারী জাহিদসহ ৩ জন লাইনম্যান মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের টিএন্ডটি এলাকার পূর্ব পাশে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি স্কুটারের (গাড়ির নং- চাঁদপুর থ-১১-১৫৭১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত জাহিদের দুই সহকর্মীকে প্রথমে ফরিদগঞ্জ হাসপাতালে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হলে রায়হান নামে আরো এক যুবক নিহত হয়েছে। আর আল আমিনকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে কিছুক্ষণ পূর্বে তার মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজিসহ চালক মনিরকে আটক করা হয়েছে।

 

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

০২ নভেম্বর ২০২০ খ্রি. ১৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার

 166 সর্বমোট পড়েছেন,  2 আজ পড়েছেন

শেয়ার করুন