khudiram poem

চোখ ফেরালে লাজে

ক্ষুদীরাম দাস :

দখিণা দ্বার খোলা প্রেমিক যুগল
প্রেম জাগে আষাঢ় মাসে,
বাসন্তি রং ছড়ায় প্রেম কাননে
মধুর মিলন তাই প্রেম আসে।

দাঁড়িয়ে তুমি ডালিম তলায়
ভাগ্য তো বাতাসের উড়ায় নীল শাড়ি,
ফুলের ভাগ্য খোপায় শুয়ে আছে
ওগো কোথায় তোমার বাড়ি।

আহা, তোমার মেঘকালো চুল,
সুন্দর তুমি, আর সুন্দর তোমার ঐ দুল।

দু’ হাতে নীল চুড়ি
রুনু ঝুনু বাজে
চোখে চোখ পড়ল যখন
চোখ ফেরালে লাজে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ১২:২০ পিএম

০৩ নভেম্বর ২০২০ খ্রি. ১৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ রবিউস সানি ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

89 জন পড়েছেন
শেয়ার করুন