lounch

দু’টি স্প্রীডবোটে এসে পদ্মা-মেঘনায় চাঁদপুরগামী লঞ্চে ডাকাতি

স্টাফ রিপোটার :
শরীয়তপুর জেলার নড়িয়া থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী এমএল শাহ আলী-৪ লঞ্চে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর সীমান্তবর্তী কাচিকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

দু’টি স্প্রীড বোটে আসা ১৮-২০জনের সংঘবদ্ধ ডাকাতদল আগ্নেয়াস্ত্রের মুখে লঞ্চে থাকা ৫০জন যাত্রীকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। লঞ্চে থাকা নৌ পুলিশের একজন এসআই জয়নাল বিল্লাল খান (৪৫) নামে ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

চাঁদপুর নৌ থানা পুলিশ জানিয়েছে, আটক ডাকাত সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

104 জন পড়েছেন
শেয়ার করুন