chandpur report 1378

শেরপুরে প্রেসক্লাব সভাপতি শরিফের ভাই-ভাবির একই দিনে মৃত্যু

শেরপুর প্রতিনিধি :

শেরপুরে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের বড় ভাই রফিকুর রহমান (৬৩) ও শ্বাসকষ্টে ভাবি আম্বিয়া খাতুন (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

করোনায় আক্রান্ত রফিকুর রহমান ৯ ডিসেম্বর বুধবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ও আম্বিয়া খাতুন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার সকাল ১০টায় শেরপুর জেলা সদর হাসপাতালে মারা যান। তারা শেরপুর শহরের মাধবপুর এলাকার বাসিন্দা।

তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রফিকুর রহমান অনেকদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন।

বুধবার রাত ৮ টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাঠে নামাজে জানাজা শেষে শেরপুর পৌর চাপাতলী কবরস্থানে তাদের দাফন করা হবে। এই দম্পতির আকস্মিক মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া নেমে এসেছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৬:০৫ পিএম

০৯ নভেম্বর ২০২০ খ্রি. ২৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৩ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার

106 জন পড়েছেন
শেয়ার করুন