chandpur report 1569

কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফুল ইসলাম মিঠু’র অক্সিজেন সিলিন্ডার প্রদান

কচুয়া প্রতিনিধি :
আলোর মশাল সামাজিক যুব সংগঠনের অক্সিজেন ব্যাংকে সংগঠনের উপদেষ্টা ও কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফুল ইসলাম মিঠু অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।

২২ জানুয়ারি শুক্রবার শরীফুল ইসলাম মিঠু নিজ উদ্যোগে জমজম টাওয়ারের নিচ তলায় তাঁর কার্যালয়ে আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইম ও সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসানের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক মো: হাবিব উল্লাহ হাবিব, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান রাকিবুল হাসান, আলোর মশাল সামাজি যুব সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নোমান প্রমুখ।

 82 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন