চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন চাঁদপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসব মুখর পরিবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পালিত হয়েছে।

৪ জানুয়ারি বিবেকেল শহরের হাসান অালী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়ানোর মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়।
প্রধান অতিথির বক্তব্য শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
অনুষ্ঠানে ভাচুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অাওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মামহমুদ, জেলা অাওয়ামীলীগের সহ সভাপতি ইউসুফ গাজী, ডাঃ জে অার ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যন অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা মহিলা অাওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম অাহবায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক, কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন, যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ অাব্দুল মোতালেব, পৌর ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজোয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, পৌর অাওয়ামীলীগ নেতা সঞ্জিব পোদ্দারসহ অাওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের অসংখ্য নেতাকর্মী।
বাংলা ভাষা, বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ও নিজ হাতে গড়া ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগেরজন্ম হয়। আজ সারা দেশেরন্যায় চাঁদপুর জেলাতে ও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপন করছে।
33 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
