নৌকার মাঝি লতিফ : ধানের শীষ পেলেন ফারুক

মোঃ কামরুজ্জামান সেন্টু :
পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌরসভার বর্তমান মেয়র হাজী আবদুল লতিফ ও বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার পর্যায়ে মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে হাজী আবদুল লতিফের নাম চূড়ান্ত করা হয়।
এদিকে একই দিন সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডের মাধ্যমে মোঃ ফারুক হোসেন মিয়াজীর নাম চুড়ান্ত করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ। আগামী ২৮ ফেব্রুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ হবে।
প্রসঙ্গত, শাহরাস্তি পৌরসভায় ১২ টি ওয়ার্ডে ১৩ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। মোট ৮৮টি বুথে ৩০ হাজার ৮শ ৭৭ জন ভোটার তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট উৎসবে অংশগ্রহণ করবেন।
213 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
