chandpur report 1487

ফরিদগঞ্জের কালির বাজারের মূল সড়কের আরসিসি ঢালাইয়ের কাজের শুরু উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজারের উপর আসসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।

রোববার দুপুরে উদ্বোধন করেন চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ বিশ্বাস।

এসময় তিনি বলেন, সরকার যেই প্রকল্পই গ্রহণ করে, তা ঠিকাদারী প্রতিষ্ঠানের লাভের কথা বিবেচনা করেই প্রকল্প তৈরি ও অর্থ বরাদ্দ করে। তাই ঠিকাদারী প্রতিষ্ঠান যদি স্বচ্ছতা এবং সঠিক মালামাল ব্যবহার করে তবে , অবশ্যই কাজের মাল ভাল হবে। একই সাথে ওই কাজটিও দীর্ঘস্থায়ী হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, ইউপি সদস্য মাইনুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম, রনি, হেলাল মৃধা ও ঠিকাদার টিপু সুলতান সরকার।

উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, কালির বাজারের উপর ৩৭৩ মিটার সড়কটি আরসিসি ঢালাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগ ৭৭ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেয়। ১৮ ফুট চওড়া রাস্তা পুরোটাই আরসিসি ঢালাই হবে।

 57 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন