chandpur report 1605

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা প্রফেসার সামসুদ্দীনের দাফন সম্পন্ন

সফিকুল ইসলাম রানা :
মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা প্রফেসার সামসুদ্দীন (৮৫)-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ (২৮ জানুয়ারী) বৃহস্পতিবার বাদ আছর ফরাজীকান্দি ফাতেমা তুজ জোহারা মসজিদ সংলগ্ন মাঠে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা প্রফেসার সামসুদ্দীনকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।

জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাজসেবক করিম দেওয়ান, মরহুমের বড় ছেলে তানজীর, তানভীর, শিক্ষক আবুল খায়ের, মো. নাছির প্রমুখ।

মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক’সহ সমাজের বিভিন্নস্তরের মানুষজন জানাজা নামাজে অংশগ্রহণ করেন

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা প্রফেসার সামসুদ্দীন বার্ধক্যজনিত কারণে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

13 জন পড়েছেন
শেয়ার করুন