chandpur report 1588

‘সাংবাদিকরা জাতির বিবেক, তাদের কাজ হবে অত্যন্ত নিখুঁত এবং বস্তুনিষ্ঠ’

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাথে মতবিনিময় কালে যুগ্ম সচিব ড. মোঃ শাহাদাৎ হোসেন

ফরিদগঞ্জ প্রতিনিধি :
সোমবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীসমাজের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জনসংখ্যা ব্যুরোর পরিচালক ও সেন্সাস উইং যুগ্মসচিব ড. মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

তিনি তার আলোচনায় উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কাজ হবে অত্যান্ত নিখুঁত এবং বস্তুনিষ্ঠ। তাদের কর্মকা-ে কোন প্রকার ত্রুটি থাকলে পুরো জাতি এলোমেলো হয়ে যাবে। তাই দক্ষতা ও পেশাদারিত্ব সাথে আপনারা কাজ করতে হবে। মনে রাখতে হবে আপনাদের কলমের খোঁচায় চাকুরীজীবিদের কাজে গতি বেড়ে যায়। শুধু চাকুরিজীবিই নয় সমস্ত ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসিম। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জাতি উপকৃত হবে।

তিনি আরো বলেন, আগামী অক্টোবর মাসে সারাদেশে পরিসংখ্যান ব্যুারো’র অধিনে জনশুমারি ও গৃহগণনা শুরু হবে। সেই কাজে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা ঐকান্তিক ভাবে প্রয়োজন। কারণ এই শুমারির মাধ্যমে পুরো বাংলাদেশের ভাগ্য পরিবর্তন বা উন্নয়নের পরিমাপ নির্ধারণ করবে। তাই আপনারা সবাই এই বিষয়ের সংশ্লিষ্ট লোকদের প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহযোগিতা করবেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চবিদ্যায়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, সহসভাপতি মহিউদ্দীন, আমান উল্যা আমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যূারো যুগ্ম পরিচালক এইচ.এম ফিরোজ, জেলা শুমারীর সমন্বয়কারি মো. ওয়াহিদুল ইসলাম, কর্মকর্তা কর্মচারী পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রিয়াজ আহাম্মেদ ফরিদীসহ বিভিন্ন সুশীল সমাজের লোকজন।

শেয়ার করুন