ডা. দীপু মনির প্রতি

দেওয়ান মাসুদ রহমান :
প্রিয় ডাঃ দিপু মনি,তুমি রাজনীতি শুরুর পর নিজেকে বিস্তৃত করেছো নবরুপে,যখন হলে তুমি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

তুমি যতটা সম্মানের উচ্চতায় উঠেছো,আমরা তারও উপরে উঠেছি,আমরা বলতে শুরু করেছি
আমরা পররাষ্ট্রমন্ত্রীর সংসদীয় এলাকার লোক
মেঘনা পাড়ের কন্যা হয়ে তুমি যখন মধুমতী পাড়ের
কন্যাকে বলেছো মেঘনা নদী ক্রমাগতো গিলছে মানুষের বসতঘর
তখন তুমি মেঘনা নদীর ক্রুদ্ধ জলে
ভেঙে যাওয়া মাটির চাকার উপর তৈরি করলে মানুষের পায়ে হাটা পথ
মানুষের চোখের জল ভালোবাসায় জমাট বাধলো
শতাব্দীর পৃষ্ঠা উল্টিয়ে হাইমচর বাসীর কাছে
তুমি রাখলে প্রতিশ্রুতি,হয়েছো কালের স্বপ্নবাহক
একটি মেডিকেল কলেজ চাঁদপুরে প্রয়োজন তীক্ষনো
অনুভুতি তোমার
কতোটুকু খুশি তুমি হয়েছো কে রেখেছে খবর?
চাঁদপুর জেলাবাসী আনন্দে মেতেছে ততক্ষনে,
তারা পেয়েছে উত্তরাধীকার এক,চাঁদপুর মেডিকেল কলেজ
আমাদের পিছনের বয়স গুনে বৃদ্ধ হয়েছে যারা
তারা কখনো স্বপ্ন দেখেনি
চাঁদপুরে হতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কি ভাগ্য আমাদের,এই প্রজম্নের চোখে,তা দেখেছি সংসদে তুমি দাড়িয়ে কি দৃঢ়, কি অবিচলে,সবটুকু ভালোবাসা ঢেলে,আঁকলে সুর্য আমাদের কপালে
ভাগ্যিস একজন দিপু মনি জম্নেছে চাঁদপুর সদর
হাইমচর বাসীর জন্যে
দিনে দিনে আরও স্বপ্ন হয়ে উঠছো তুমি
আমাদের চোখে
শিশুর কন্ঠেও ডাক শুনি, ঐ যে দিপু মনি,শিশুরা’যে বয়সে শেখে চাঁদ মামা,খেলনাপাতি,
তুমিও শিশুদের কল্পনার রাজ্যে বেড়ে ওঠা
পরিচিত একজন দিপু মনি
মেরিন একাডেমি গাছতলা ব্রীজে হাওয়া ঘুরে
যায় বিকেলের ছায়ায়
ডাকাতিয়া তীরে দাঁড়িয়ে দেখি,এখানে স্বপ্ন রয়েছে গাঁথা
প্রিয় দিপু মনি,তোমার এই হউক খ্যাতি
যদিবা হয়েছেও তাই,চাঁদপুর পেরিয়ে যতোটুকু ছড়িয়েছো জ্যোতি,বাংলা থেকে বিশ্বে
তবুও….
দিনশেষে এই হউক খ্যাতি,মধুমতী পাড়ের কন্যা,জননেত্রী শেখ হাসিনার-
দু’চোখে তুমি হবে ভালোবাসার প্রীতি।
55 সর্বমোট পড়েছেন, 3 আজ পড়েছেন
